আগরতলা, ২০ ফেব্রুয়ারি : একই রাতে আগরতলা জিআরপি থানার জোড়া সাফল্য। দুটি পৃথক অভিযানে দুইজন গাঁজা পাচারকারীকে আটক করেছে পুলিশ।
জিআরপি ও আরপিএফ থানা যৌথভাবে অভিযান চালিয়ে ঝুটন নম: নামে একজনকে আগরতলা রেল স্টেশনে গাঁজা পাচারকালে গ্রেফতার হয়।
এদিকে, অন্য একটি অভিযানে, রানির বাজারের বিমল দেববর্মা নামক এক ব্যক্তিকেও গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জিআরপি থানার আধিকারিক তাপাস দাস। তিনি আরো বলেন, রানির বাজার থানা এবং জিআরপি থানার যৌথ অভিযানে পূর্বের একটি গাঁজা পাচারের মামলার সংযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আজ পৃথক অভিযানের দুই অভিযুক্তকে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জিআরপি থানার আধিকারিক তাপাস দাস জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার কাজের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।