আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন বিদ্যাজ্যোতি স্কুলগুলির উন্নয়ন, মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে।
এদিন সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, বিদ্যাজ্যোতি স্কুলগুলির উন্নয়ন, মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং মন্ত্রকের কাছে মুলতুবি থাকা অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা করেছেন তিনি।