আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : আজ এমবিটিলা বাজারে সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বাজারটির সংস্কারের কাজ শেষ হয়ে গেলে ক্রেতা বিক্রেতাদের অনেকটাই সুবিধা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার এমবিটিলা বাজারে সংস্কার কাজ ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা।
মেয়র বলেন, বাজার নির্মাণ কাজ আগে শেষ হওয়ার কথা ছিল কিন্তু যার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সে কাজ সম্পন্ন করতে না পারায় পরবর্তীতে আবার নতুন করে টেন্ডার করে নতুন ঠিকাদারকে দেওয়া হয় এ কাজ।
১ কোটি ৭৫ লক্ষ টাকায় নির্মিত দালান বাড়ির প্রথম পর্যায়ের কাজ আগামী এপ্রিল মাসের ভেতর শেষ হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।