কৃষক পেনশন নিয়ে অভিযোগ বিধানসভায়

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যে বেশ কিছু কৃষক পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ উঠল বিধানসভায়। উত্তরে কৃষিমন্ত্রী সমস্যা সাধানের আশ্বাস দিয়েছেন।

বুধবার বিধানসভায় কৃষক পেনশন প্রকল্প নিয়ে নানা প্রশ্ন তোলেন বিধায়ক নরহরি মাহাতো। তাঁর অভিযোগ, বিভিন্ন জেলায় বহু চাষি পেনশন প্রকল্পে আবেদন করলেও অনেকের নাম অনুমোদিত হচ্ছে না। ফলে প্রবীণ কৃষকেরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়াও, পুরুলিয়ার অনেক কৃষকের অ্যাকাউন্টে গত দু’-তিন মাস যাবৎ পেনশনের টাকা ঢুকছে না।

এই প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, পুরুলিয়া জেলায় মোট কৃষি পেনশন প্রাপকের সংখ্যা ৪,৩০২ জন। ওই হাজার চার কৃষকের মধ্যে যাঁরা টাকা পাননি, তাঁরা সে বিষয়ে অভিযোগ জানালে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান‌, গত ২০২৪ সালের ৩১ মার্চের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট কৃষি পেনশন প্রাপকের সংখ্যা ৭০,৭৭২। তাঁর কথায়, ‘‘যে সব কৃষক পেনশনের আবেদন করেও সুবিধা পাচ্ছেন না, তাঁরা সরাসরি সরকারকে জানালে ব্যবস্থা নেব। ব্লকে এডিএ, বিডিএ-দেরও জানাতে পারেন। প্রয়োজনে আমায় সরাসরি ফোন করবেন। যদি পেনশন পাওয়ার যোগ্যতা থাকে, তা হলে আমরা তাঁদের তা পাইয়ে দেব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *