ডিমা হাসাওয়ের উমরাংসোর প্লাবিত কয়লা খাদান থেকে উদ্ধার পঞ্চম শ্রমিকের মৃতদেহ

গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তৰ্গত উমরাংসোর তিন কিলো এলাকার কালামাটিতে প্লাবিত ‘১৯ নম্বর আসাম কয়লা কোয়ারি’ (কয়লা খাদান) থেকে পঞ্চম শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর অনুসন্ধান ও উদ্ধারকারী দল, জানিয়েছেন রাজ্যের খনি ও খনিজ মন্ত্রী কৌশিক রাই।

মন্ত্রী কৌশিক রাই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আজ উদ্ধারকারী দলগুলি আরও একটি দেহ উদ্ধার করেছে। তাঁকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, এ নিয়ে মোট উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। আরও চারজন খাদানে আবদ্ধ রয়েছেন। এর আগে গত ৮ জানুয়ারি এক এবং ১১ জানুয়ারি তিনটি মৃতদেহ উদ্ধার করেছিল উদ্ধারকারী দল।

প্ৰসঙ্গত, গত ৬ জানুয়ারি সকাল প্রায় ৯.০০টা নাগাদ ডিমা হাসাও জেলার অন্তৰ্গত অসম-মেঘালয় আন্তঃরাজ্য সীমান্তবর্তী উমরাংসো থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত ৩ কিলো এলাকায় প্রায় ৩০০ ফুট গভীর ‘১৯ নম্বর আসাম কয়লা কোয়ারি’-তে আচমকা বাইরে থেকে হড়কা বানের জল হু হু করে দ্রুতগতিতে ঢুকে পড়লে নয়জন শ্ৰমিক আবদ্ধ হয়ে পড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *