ধর্মনগর, ১৭ ফেব্রুয়ারি :- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির প্রতিবাদে পথ অবরোধ করে আন্দোলনে বসলো স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। পরে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। ঘটনা ধর্মনগর মহকুমাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে।
জানা গেছে, মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো একজন ছাত্র ছাত্রী রয়েছে। আর শিক্ষক শিক্ষিকা দুই জন। তার মাঝে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে সংশ্লিষ্ট দপ্তর অন্যত্র বদলি করেছে। সেই খবর শিক্ষার্থীদের মাঝে চাউর হতেই তারা ক্ষোভে ফেটে সোমবার স্কুলের সামনে কুর্তি প্রেমতলা প্রধান সড়কটি অবরোধ করে বসে। প্রতিবাদে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ধর্মনগর কুর্তি পঞ্চায়েতের মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পড়ুয়ারা।
এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি শিক্ষার্থীদের দাবি শোনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পঞ্চায়েত প্রধান জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রধান শিক্ষককের বদলির বিষয়টি বিবেচনা করা হবে।