সাব্রুম, ১৭ ফেব্রুয়ারি : সাব্রুম মহকুমার মনুবনকুল এলাকার এক যুবক বাইখোড়া থানাধীন এলাকার এক নাবালিকার আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে বলে অভিযোগ উঠেছে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ওই যুবকের নাম কৌশিক পাল। অভিযোগের ভিত্তিতে বাইখোড়া থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং পকসো আইনে মামলা রুজু করেছে।
পুলিশ জানিয়েছে, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কৌশিক পালের বিরুদ্ধে আইটি আইনের ৬৭বি ধারা এবং পকসো আইনের ১৪ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।