বাজেট নিয়ে বিজেপি নেতৃবৃন্দদের আলোচনার আমন্ত্রণ জিতেন্দ্রর

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: ২০২৫-২৬ অর্থবর্ষের সাধারণ বাজেট নিয়ে ত্রিপুরায় শাসক ও বিরোধীদের মধ্যে তরজার লড়াই চরমে পৌছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশ করার পর থেকে সারা দেশের সাথে ত্রিপুরায় বিরোধীরা এককাট্টা হয়ে সমালোচনা করছেন। এরই জবাবে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য গতকাল বিরোধীদের অর্থশাস্ত্রে অজ্ঞতা নিয়ে তোপ দেগেছিলেন। তারই জবাবে আজ সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাধারণ বাজেট নিয়ে খোলা আলোচনার জন্য বিজেপি নেতৃবৃন্দদের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রসঙ্গত, বিরোধীরা কেন্দ্রীয় এবং রাজ্য বাজেটের মধ্যে তফাৎ বুঝতে পারে না। বিরোধীরা এত মূর্খ এবং অপদার্থ তা জানা ছিল না। গতকাল কেন্দ্রীয় বাজেটের সর্মথনে বিজেপি সদর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জনসভায় বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

আজ সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, তীব্র হতাশা থেকে বাম বিরোধী করতে হচ্ছে বিজেপি নেতৃত্বদের। কারণ, তাঁরা বোঝে গিয়েছে ক্রমশ বিজেপি জনবিচ্ছিন্ন হচ্ছে। তাই তাঁরা জনসম্মুখে ভুল মন্তব্য করছেন। আসলে ভুল মন্তব্য করে জনগণের মধ্যে অক্সিজেন যোগানোর কাজ করতে হচ্ছে বিজেপিকে।

তাঁর কথায়, বিজেপি’র মাথা ব্যাথা হল কমিউনিস্টরা। কারণ, বিজেপি নেতৃত্ববৃন্দদের মন্তব্য থেকে বুঝা যায় দেশে একমাত্র তাঁদের মাথা ব্যথার কারণ হল কমিউনিস্ট। তাই তাঁরা জনসম্মুখে ভুল মন্তব্য করে বেড়াচ্ছে। গতকাল বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য গতকাল বিরোধীদের অর্থশাস্ত্রে অজ্ঞতা নিয়ে বলেছিলেন। তারই জবাবে আজ সাধারণ বাজেট নিয়ে খোলা আলোচনার জন্য বিজেপি নেতৃবৃন্দদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *