প্রস্তুতি সম্পন্ন, ছত্তিশগড়ে ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ সোমবার

রায়পুর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ে পৌরসভার নির্বাচন শেষ হওয়ার পর এবার ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার, ১৭ ফেব্রুয়ারি থেকে ভোটগ্রহণ শুরু হবে, যা ব্যালট পেপারের মাধ্যমে ৩ দফায় সম্পন্ন হবে।

ভোটগ্রহণ ১৭, ২০ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গণনা ১৮, ২১ ও ২৪ ফেব্রুয়ারি করা হবে। এই নির্বাচনে ৪৩৩টি জেলা পঞ্চায়েত সদস্য, ২,৯৭৩টি জনপদ পঞ্চায়েত সদস্য এবং ১১,৬৭২টি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ভোটগ্রহণ করা হবে।

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের তরফ থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *