বাবা শেখ সৈয়দ আবু আহম্মদ পান্না পীড় সাহবের মাজার শরীফে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:
বাবা শেখ সৈয়দ আবু আহম্মদ পান্না পীড় সাহবের মাজার শরীফে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল । এই শিবির থেকে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সহযোগীতা করার আহ্বান করেন মেয়র দীপক মজুমদার।
বাবা শেখ সৈয়দ আবু আহম্মদ পান্না পীড় সাহবের মাজার শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষ্যে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল।

এই স্বাস্থ্য শিবিরে কলকাতার নীলরতন লোহিয়া হাসপাতালের হার্ট এবং স্কিন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে পরিষেবা প্রদান করেন। পাশাপাশি রক্তদান শিবিরে সংখ্যালঘু অংশের প্রায় ২৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। আজকের এই রক্তদান ও স্বাস্থ্য শিবিরটি ঘুরে দেখেন মেয়র তথা রামনগর এলাকার বিধায়ক দীপক মজুমদার।

উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর মনোজ কান্তি দেব রায়, সংখ্যালঘু নেতৃত্ব জসীমউদ্দীন, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন অন্তিম ব্যক্তি পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর জন্য তিনি জনতাকে এগিয়ে আসার আহ্বান করেন।