নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:
রবিবার উমাকান্ত মাঠে জিটি ইনস্টিটিউট এর উদ্যোগে এক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতা থেকে জিটি ইন্সটিটিউটের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
আগরতলা জিটি ইনস্টিটিউটের উদ্যোগে রবিবার দিন এক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় শেষ পর্যন্ত ট্রাইবেকার পর্যন্ত গড়ায়। ট্রাইবেকারে ডিপ্লোমা কোর্সের ছাত্ররা ডিগ্রী কোর্সের ছেলেদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর এই ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য মাঠে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ জি টি ইনস্টিটিউটের কর্মকর্তারা।
এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন খেলাধুলার মাধ্যমে শরীর ও মানসিক বিকাশ ঘটে। রাজ্য সরকার নেশা মুক্ত ত্রিপুরা ঘটনের জন্য যে প্রয়াস নিয়েছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিটি ইনস্টিটিউট যে ভূমিকা গ্রহণ করেছে তার প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। _______