শ্রীনগর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): শীতের দাপট অনেকটাই কমেছে জম্মু ও কাশ্মীরে, বিগত কিছু দিন ধরেই ঊর্ধ্বমুখী শ্রীনগর-সহ কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্তের আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।
তবে, ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা বৃষ্টি হতে পারে। ১৬ ফেব্রুয়ারি বিকেলের পর থেকে আকাশ মেঘলা হতে পারে। ১৯ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে আকাশ আরও মেঘলা হয়ে উঠবে, বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ ও ২২ ফেব্রুয়ারি আংশিক মেঘলা অবস্থা বিরাজ করবে, কিছু উঁচু এলাকায় হালকা বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা থাকবে।