গাজীপুর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রয়াগরাজের মহাকুম্ভগামী একটি বাস। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং বেশ কয়েকজন পুণ্যার্থী আহত হয়েছেন। বাসটি নেপাল থেকে আসছিল, পুণ্যার্থীরা মহাকুম্ভে শাহী স্নানের জন্য যাচ্ছিলেন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে মিরানপুর সাক্কা গ্রামের কাছে।
গাজিপুরের এসপি জ্ঞানেন্দ্র নাথ প্রসাদ বলেছেন, “নেপাল থেকে ভক্তরা মহাকুম্ভে যোগ দিতে প্রয়াগরাজ যাচ্ছিলেন। মিরানপুর সাক্কার কাছে বাসটি উল্টে যায়, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ভক্তরা নেপালের বারা জেলার বাসিন্দা। বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।”