জবরদখলকারীদের বিরুদ্ধে এনএফ রেলের ব্যাপক উচ্ছেদ অভিযান

গুয়াহাটি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : রেলের জমিতে জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। রেল চত্বরে রেলওয়ের কাজে সুরক্ষা, নিরাপত্তা এবং সুগম কার্যকলাপ নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ সময় সময় গুরুত্বপূর্ণ রেলওয়ে স্থানগুলিতে চেকিং এবং উচ্ছেদ অভিযান চালাচ্ছে।

আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, ইঞ্জিনিয়ারিং বিভাগ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ-এর সহায়তায় গত ১১ ফেব্রুয়ারি জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালায়। এতে ৬০ থেকে ৭০টি অননুমোদিত অ-কংক্রিট ‘কাচা’ কাঠামো ভেঙে ফেলা হয়েছে।

এছাড়া গত ২৩ জানুয়ারি নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনিতে অনুরূপ এক অভিযান চালিয়ে একটি অননুমোদিত কাঠামো উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের প্রচেষ্টা রেলওয়ে চত্বরে পরিষ্কার-পরিছন্নতা বজায় রাখতে, বাধাহীন রেল চলাচল নিশ্চিত করতে এবং সুরক্ষা ঝুঁকি সৃষ্টিকারী অননুমোদিত বস্তি রোধ করার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ অননুমোদিত দখল বৃদ্ধির আগে প্রতিরোধ করার জন্য নিয়মিত নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।

তিনি জানান, সচেতনতামূলক অভিযান, নজরদারি টহল এবং কঠোর পদক্ষেপগুলি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এবং এর সুরক্ষা ইউনিট কর্তৃক ভবিষ্যতে অননুমোদিত দখল রোধ করতে গৃহীত কৌশলগত পদক্ষেপের অংশ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে রেলের জমি এবং সম্পত্তি দখলমুক্ত রাখার লক্ষ্যে তার মিশনে অটল। যাত্রী ও স্টেকহোল্ডারদের রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য এবং রেলের সম্পত্তির কোনও অননুমোদিত দখলের বিষয়ে অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন কপিঞ্জল কিশোর শর্মা। তিনি বলেন, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে রেলের পরিকাঠামোর অখণ্ডতা বজায় রাখতে, সুরক্ষা নিশ্চিত করতে এবং ট্রেন ও যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য একটি বাধা-মুক্ত রেলওয়ে নেটওয়ার্ক প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।