ত্রিদেশীয় সিরিজ : পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

করাচি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : করাচিতে শুক্রবার রাতের ফাইনালে নিউজিল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় করল। সিরিজে ৩ ম্যাচের ৩ টিতেই জিতল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির আগে কিউইদের প্রস্তুতিটাও ভালো হলো। এই মাঠেই বুধবার চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে এই দুই দল একে অপরের মুখোমুখি হবে।

আগে ব্যাটিং করে পাকিস্তান ৫০ ওভারে অল আউট হয় ২৪২ রানে। ৫০ রান ছুঁতে পারেনি কেউই। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফলতম বোলার ও’রোক। ফাইনালের সেরাও এই পেসার। নিউজিল্যান্ড এই লক্ষ্য ছুঁয়ে ফেলে ২৮ বল বাকি থাকতেই। ৫৮ বলে ৫৭ রান করেন মিচেল। আর ৬৪ বলে ৫৬ রান করেন ল্যাথাম। ম‍্যান অব দ‍া সিরিজ হয়েছেন পাকিস্তানের সালমান আলি আগা।