আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নয়াদিল্লিতে এক ফলপ্রসূ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনের বৈঠকে ত্রিপুরার উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হয় এবং ত্রিপুরা বন্যার পরবর্তী ত্রাণ কার্যক্রমের পর্যালোচনা করা হয়েছে।