সোনামুড়া, ১৫ ফেব্রুয়ারি : সোনামুড়া মধুবন নাকা পয়েন্ট থেকে ৬ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। তবে পাচারকারীকে ধরতে পারেনি পুলিশ।
সোনামুরা থানার ওসি সুব্রত কুমার দেব জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। পাচারকারী মেলাঘর থেকে সোনামুড়া যাচ্ছিল। সোনামুড়া মধুবন নাকা পয়েন্টের কাছে পুলিশকে দেখে বাইক ফেলে নদীর পাশে পালিয়ে যায় সে। বাইকে একটি প্যাকেট থেকে ৭টি কেইসে রাখা ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।