কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): দু’টি লরির রেষারেষিতে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাইক। শুক্রবার রাতের এই দুর্ঘটনায় কলকাতার এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মৃত্যু হয়েছে তাঁর।
মৃতের নাম সায়ন্তন দাস। উত্তর কলকাতার বরাহনগরের কুটিঘাট এলাকার বাসিন্দা তিনি। শুক্রবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সতীন সেন নগরের সামনে দু’টি লরির মাঝখানে পড়ে যান বাইকচালক তরুণ। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যান সায়ন্তন। মাথায়, বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই তরুণ।