ধর্মনগর, ১৩ ফেব্রুয়ারি : অভিভাবকের হাতে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের ঘটনায় সুবিচার চেয়ে এবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় স্কুলের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, সোমবার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। জাতীয় সংগীতের পর চার শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করতে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস তাদের বাধা দেন। এ সময় শিক্ষার্থীদের সাথে থাকা এক অভিভাবক, পূজা নাথের মা সুমতি বর্ধন, বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে মারধর ও জুতোপেটা করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে বিদ্যালয় পরিচালন কমিটি বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয় এবং পুলিশ অভিযুক্ত মহিলাকে বিকেলে ছেড়ে দেয়।
এদিকে, অভিযুক্ত মহিলা ধর্মনগর আই এস অফিসারের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। এই খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক নিগ্রহের সুবিচার চেয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের চাঁদপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা অভিযুক্ত অভিভাবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এদিকে, এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরে থানার অফিসার ইনচার্জের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।