ত্রি-দেশীয় সিরিজ: রেকর্ড রান করে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে পাকিস্তান ফাইনালে

করাচি, ১৩ ফেব্রুয়ারি(হি.স.) : বুধবার রাতে করাচিতে ত্রি-দেশীয় সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে জয় পেল পাকিস্তান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করার লক্ষ্যে পাকিস্তানের সেঞ্চুরি করেছে সালমান আঘা এবং মোহাম্মদ রিজওয়ান।

প্রথমে ব্যাট করে অধিনায়ক টেম্বা বাভুমা (৮২), ম্যাথু ব্রিটজকে (৮৩) এবং হেনরিখ ক্লাসেনের (৮৭) অর্ধশতকের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে এক সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৯১/৩, কিন্তু ৪ উইকেটে আঘা (১৩৪), যিনি তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন এবং মোহাম্মদ রিজওয়ান (অপরাজিত ১২২) এর মধ্যে ২৬০ রানের দুর্দান্ত জুটি ৬ বল বাকি থাকতেই পাকিস্তানকে জয় এনে দেয়।

এই জয় ২০২২ সালে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৯ রানের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবং এক সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে তারা অনেক আত্মবিশ্বাস পাবে। শুক্রবার করাচিতে ত্রি-দেশীয় ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *