বিলোনিয়া, ১৩ ফেব্রুয়ারি : ১৫ বছরের নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডে যুক্ত এক সন্তানের জনককে ২০ বছরের সশ্রম কারাদন্ড দিল আদালত। বৃহস্পতিবার এই রায় দেন বিলোনিয়া জেলা দায়রা আদালতের বিচারপতি গোবিন্দ দাস।
১৫ বছরের নাবালিকা অপহরণ ও ধর্ষণকান্ডে যুক্ত এক সন্তানের জনক রাজু দাস নামে এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া জেলা দায়রা আদালত। ১৮ জনের সাক্ষ্য বাক্য গ্ৰহনের পর দোষী সাব্যস্ত করে পস্কো ধারায় বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারপতি গোবিন্দ দাস বৃহস্পতিবার দুপুরে রাজু দাসের ২০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের অতিরিক্ত কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২০২১ সালের ২৮ শে ফেব্রুয়ারি নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডের ঘটনাটি সংগঠিত হয়েছিল।রাজু দাসের বাড়ি বিলোনিয়া থানাধীন ঈশ্বানচন্দ্রনগর এলাকায়। ঘরে বিবাহিত স্ত্রী সহ একটি কন্যা সন্তান রয়েছে তার। ১৫ বছরের নাবালিকার সাথে পরিচয় হয় মামার বাড়িতে। পরবর্তী সময়ে নাবালিকাটি চোত্তাখোলা বাজারে উৎসবে আসার পর পরিবারের অলক্ষ্যে নাবালিকাকে অপহরন করে নিয়ে যায়।
নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে না পেয়ে রাজনগর পিআর বাড়ি থানায় মামলা দায়ের করে। এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে রাজু দাস সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। পুলিশ নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর রাজু দাসের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নথিভুক্ত করে বিলোনিয়া আদলতে সোপর্দ করে। দীর্ঘ চার বছর পর নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডের ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রাজু দাসের বিরুদ্ধে সাজা ঘোষণা করে বিলোনিয়া আদালতের বিচারক। সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।