আগরতলা, ১২ ফেব্রুয়ারি: ফের সীমান্ত এলাকা দিয়ে পাচার বাণিজ্য রুখতে সমর্থ হয়েছেন বিএসএফ জওয়ানরা। এক বিবৃতিতে জানানো হয়েছে, ত্রিপুরা সীমান্তের অধীনে অ-প্রাণঘাতী কৌশল গ্রহণ করে বিএসএফ সৈন্যরা অনুপ্রবেশ ও চোরাচালানের বেশ কয়েকটি প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করেছে। এবারে দক্ষিণ ত্রিপুরা জেলার অধীনে শ্রীনগর থানা পুলিশের সাথে যৌথ অভিযানে, বিএসএফ সৈন্যরা ১.৮ কোটি টাকা মূল্যের সানগ্লাস, বার্মিজ সিগারেট জব্দ করেছে।
ভারত বাংলাদেশ সীমান্তে অন্যান্য অভিযানে গাঁজা, কোডিনভিত্তিক সিরাপ এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যও জব্দ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী সীমান্তে নজরদারি বজায় রাখতে এবং ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ কার্যকলাপ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।