প্যারিস, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : চ্যাম্পিয়নস লিগে প্লে-অফের প্রথম লেগে ব্রেস্তকে তাঁদেরই মাঠে মঙ্গলবার রাতে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লুইস এনরিকের দল পিএসজি শেষ ষোলোর পথে এগিয়ে গেল। মরসুমের দ্বিতীয়ভাগে এসে ভয়ঙ্কর হয়ে ওঠা উসমান দেম্বেলেকে আটকাতে ব্যর্থ হল ব্রেস্ত। এই ফরাসি ফরোয়ার্ডের জোড়া গোলেই বড় ব্যবধানে জিতল পিএসজি।
২১ মিনিটে ব্রেস্তের ডি-বক্সে তাঁদের মিডফিল্ডার লেস-মেলুর হাতে বল লাগলে পেনাল্টি পায় পিএসজি। সেই স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন ভিতিনিয়া। বিরতির একটু আগে ব্যবধান দ্বিগুণ করে পিএসজির দেম্বেলে। আশরাফ হাকিমির পাস ধরে দ্রুত আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে নিচু শটে গোল করেন তিনি।
৬৬ মিনিটে আবার জ্বলে ওঠেন দেম্বেলে এবং স্কোরলাইন ৩-০ করে দলকে শেষ ষোলোর পথে এগিয়ে দিলেন তিনি। এবারের চ্যাম্পিয়নস লিগে এই নিয়ে ৬টি গোল হয়ে গেল দেম্বেলের। সবশেষ ৩ ম্যাচে একটি হ্যাটট্রিকও আছে তাঁর।বড় এই হারের পর ফিরতি লেগে ব্রেস্তের ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। কারণ আগামী বুধবার পিএসজির মাঠে খেলতে হবে ব্রেস্তকে।