প্রয়াগরাজ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। সোমবার সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে ছাড়াও সুরেশ সোনিও মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের সময় তাঁরা সূর্যদেবকে নমস্কার করেন, পাশাপাশি সাফাই কর্মীদের সঙ্গে কথা বলেন।
সোমবার মহাকুম্ভ মেলার ২৯-তম দিনে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, টানা ৪৫ দিন ধরে। এখনও পর্যন্ত মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেছেন প্রায় ৪১ কোটির বেশি ভক্ত। মহাকুম্ভে ইতিমধ্যেই দু’টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে ১২ ফেব্রুয়ারি (মাঘি পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)।