নয়াদিল্লা, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : আগমী ১২ ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপি সদর দফতরে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ বৈঠকে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী বাছাই হবে।
আজ সোমবার এখানে দলীয় এক শীর্ষ সূত্রে জানা গেছে, মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী মনোনয়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে বিজেপি হাইকমান্ড। দলীয় সূত্রটি আরও জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সমস্ত বিজেপি বিধায়কদের অনুষ্ঠেয় বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছে। বৈঠকে যোগ দিতে ডাকা হয়েছে দশজন কুকি জনগোষ্ঠীয় বিজেপি বিধায়ককেও। গুরুত্বপূর্ণ বৈঠকে থাকবেন সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংও।