ধর্মনগর, ৯ ফেব্রুয়ারি : ফের বন দপ্তরের গোপন অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার সেগুন কাঠ। পলাতক কাঠ মাফিয়ারা। ঘটনা কদমতলা ফরেস্ট বিটের চল্লিশদ্রোন এলাকায়।
জানা গেছে, রবিবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনায় বনদপ্তর কদমতলা ফরেস্ট বিটের চল্লিশদ্রোন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে কদমতলা ফরেস্ট বিটের অফিসার তথা ফরেস্টার অভিজিৎ দাস এবং ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে একটি দল ওই এলাকায় হানা দেয়।
বনদপ্তরের অভিযানের খবর পেয়ে কাঠ মাফিয়ারা দ্রুত পালানোর চেষ্টা করে। কাঠ বোঝাই একটি গাড়ি নিয়ে পালানোর সময় রাস্তায় বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানের জমিতে পড়ে যায়। পাচারকারীরা এরপর গাড়ি ফেলে পালিয়ে যায়।
বনদপ্তর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। তবে, পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। বনদপ্তর তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে আশা করা যাচ্ছে।