কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি.স.): বিরোধীদের ইন্ডি জোটের সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর কথায়, ইন্ডি জোটের কোনও লক্ষ্য অথবা এজেন্ডা নেই। রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “এই জোটটি (ইন্ডি জোট) অভ্যন্তরীণ দ্বন্দ্বের সম্মুখীন। তাঁদের কোনও লক্ষ্য অথবা এজেন্ডা নেই। তাঁরা একটি প্রতিক্রিয়াশীল শক্তি মাত্র।”
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এবং আম আদমি পার্টি ও কংগ্রেসের ভরাডুবি প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “বিজেপি উভয় দলকেই পরাজিত করেছে, একটি দল যারা দীর্ঘদিন ধরে দিল্লি শাসন করেছে এবং অপর একটি দল যা গত ১০ বছর ধরে দিল্লি শাসন করছে, ইন্ডি জোট এখন বিভক্ত।”