আগরতলা, ৬ ফেব্রুয়ারী : মশারি চুরির অভিযোগে প্রকাশ্য বাজারে দোকান
মালিকের হাতে আটক হয়েছে এক মহিলা। ওই ঘটনায় খোয়াই সুভাষপার্কস্থিত বাজারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী সময়ে দোকান মালিক ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে খোয়াই সুভাষপার্কস্থিত কাপড়ের দোকান থেকে বেশ কয়েকটি মশারি একসাথে নিয়ে টমটমে চেপে যান ওই মহিলা। অভিযুক্ত মহিলার নাম মনিমালা দেববর্মা। বাড়ি খোয়াই তুলাশিখর এলাকায়। পরে দোকান মালিক ঘটনাটি টের পেয়ে ওই মহিলার পেছনে যান এবং মশারি সহ তাকে দোকানের সামনে নিয়ে আসেন। সাথো সাথে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশের ওই মহিলাকে থানায় নিয়ে গিয়েছে।