নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। নীতিন গড়করি সোশ্যাল মিডিয়া পেজে লতা মঙ্গেশকরকে স্মরণ করে লিখেছেন, স্বর কোকিলা ভারতরত্ন শ্রদ্ধেয় লতা দিদি মঙ্গেশকর জি-কে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ৬ ফেব্রুয়ারি, ২০২২ এ প্রয়াত হন। সঙ্গীতের “স্বর কোকিলা” হিসেবে পরিচিত লতা মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।