বিলোনিয়া মির্জাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চাল চুরির ঘটনায় চাঞ্চল্য

বিলোনিয়া, ৫ ফেব্রুয়ারি : পড়ুয়া ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল চুরির ঘটনা ঘটলো বিলোনিয়া মির্জাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। গত মঙ্গলবার গভীর রাতে এই চাল চুরির ঘটনা ঘটেছে। জানালা দিয়ে তিন বস্তা চাল চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বুধবার দশটা নাগাদ এই চুরির ঘটনা টের পায় মিড ডে মিলের কর্মীরা। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ নাথকে জানানোর পর প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য সহ এলাকাবাসীদের খবর দেয়। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য সহ এলাকাবাসীরা। পড়ুয়া ছাত্র ছাত্রীদের চাল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিদ্যালয়ে যাওয়ার পর, প্রধান শিক্ষক সন্তোষ নাথ চুরির ঘটনায় হতবাক হয়ে জানান,  বিদ্যালয়ে এই ধরনের চুরির ঘটনা এই প্রথম। প্রধান শিক্ষক আরো জানান এই বিদ্যালয়ের এলাকায় নেশার রমরমা বাণিজ্য চলছে এবং নেশা সেবনকারীদের আনাগোনাও বেশি। নেশাখোররা এই চুরি সংঘটিত করেছে বলে সন্দেহ প্রকাশ করেন। চুরির ঘটনার বিষয়ে বিলোনিয়া থানাতে মামলা করবেন বলে জানান প্রধান শিক্ষক।