উত্তর পূর্বে বিনিয়োগ আকৃষ্ট করতে ৫ ফেব্রুয়ারি চেন্নাই-এ রোড শো

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারী : উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার মন্ত্রক) এর উদ্যোগে আগামী ৫ ফেব্রুয়ারি  চেন্নাইয়ে উত্তর-পূর্ব বাণিজ্য ও বিনোয়োগ শীর্ষক রোড শোয়ের আয়োজন করা হয়েছে। এই রোড-শো অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের গিন্ডিতে হোটেল হিলটনে। এই  রোড-শো অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।

মন্ত্রকের সচিব চঞ্চল কুমার এবং ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব শান্তনু সহ পদস্থ আধিকারিকরা এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রোড শোতে বি-টু-জি অর্থাৎ বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে, যার মধ্য দিয়ে,  সরকারি প্রতিনিধিদের সাথে সম্ভাব্য বিনিয়োগকারীদের  সরাসরি যুক্ত হওয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে জানার অনন্য সুযোগ করে দেবে । উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির রাজ্য সরকার, ফিকি (শিল্প অংশীদার) এবং ইনভেস্ট ইন্ডিয়া (ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন পার্টনার)-র সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

উত্তর পূর্বে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ডোনার মন্ত্রকের গৃহীত চলতি গুচ্ছ রোড শো এর মধ্যে এই চেন্নাইয়ের চেন্নাই রোড শোটি হচ্ছে সিরিজের অষ্টম ইভেন্ট। এই রোড শো -এর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্য – অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার নিজ নিজ রাজ্যে বিনিয়োগ এর জন্য উপযুক্ত সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরবে। এই রাজ্যগুলি কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্য প্রযুক্তি ও এসম্পর্কিত সংশ্লিষ্ট পরিষেবা ক্ষেত্র, বিনোদন ও ক্রীড়া, শক্তি, পরিকাঠামো ও পণ্য পরিবহন, পর্যটন ও আতিথেয়তা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য পরিচর্যা, বস্ত্র, তাঁত ও হস্তশিল্প সহ অন্যতম ক্ষেত্রগুলিতে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত ও বিকশিত উত্তর-পূর্ব’ দৃষ্টিভঙ্গির সুবাদে এই অঞ্চলে গত এক দশকে সড়কপথ, বিমানপথ, রেলপথ এবং জলপথ সহ পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। যার মধ্য দিয়ে পর্যটন ও অর্থনৈতিক কর্মকান্ড নেড়েছে, ফলে স্থানীয় জনগণের জীবনধারায় ব্যাপক উন্নতিসাধন হয়েছে। বিনিয়োগকে আকৃষ্ট করে এবং এই অঞ্চলের অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে উত্তর-পূর্বাঞ্চল বিনিয়োগ সম্মেলন এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

এর আগে মুম্বাই, হায়দরাবাদ, কলকাতা, বেঙ্গালুরু এবং আহমেদাবাদের রোড শো এবং ‘ভাইব্র্যান্ট গুজরাট’-এ রাজ্যভিত্তিক সেমিনার আয়োজনের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়। এই সাফল্যের উপর ভিত্তি করে, ডোনার মন্ত্রক গত ৬ মার্চ, ২০২৪-এ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক এবং বিনিয়োগকারীদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে উত্তর-পূর্ব বিনিয়োগ শীর্ষ সম্মেলনের জন্য একটি সমঝোতা পত্র স্বাক্ষর ও বিনিময় অনুষ্ঠান আয়োজন করেছিল।

সাম্প্রতিক আহমেদাবাদ রোড শোতে ডোনার মন্ত্রকের মাননীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের উপস্থিতিতে একাধিক বি টু জি সভা আয়োজন করা হয়েছে যা সম্ভাব্য বিনিয়োগকে উৎসাহিত করেছে। আসন্ন চেন্নাই রোড শোয়ের লক্ষ্য হল এই গতি বজায় রাখা, বিনিয়োগকারীদের রাজ্য কর্মকর্তাদের সাথে সরাসরি জড়িত হওয়ার সুযোগ প্রদান করা। পূর্ববর্তী সংস্করণগুলির সাফল্যের পরিপ্রেক্ষিতে, ধারণা করা হচ্ছে যে, এই ইভেন্টটি বিনিয়োগকারীদের কাছে আরও বেশি  আকর্ষণীয় হয়ে উঠবে। উত্তর-পূর্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি আর্থিক কেন্দ্র হিসাবে চেন্নাইয়ে বলিষ্ঠ ভূমিকা নেবে।