প্রত্যন্ত পাহাড়ি জনপদ গুলিতে বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন সমস্যায় জর্জরিত : আইপিএফটি

আগরতলা, ১ ফেব্রুয়ারি : প্রত্যন্ত পাহাড়ি জনপদ গুলিতে বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন সমস্যায় জর্জরিত। কোথাও বিদ্যুৎ, রাস্তাঘাট, কোথাও পানীয় জল সহ একাধিক মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রত্যন্ত পাহাড়ি জনপদগুলি। শনিবার আইপিএফটি তেলিয়ামুড়া ডিভিশন কমিটির উদ্যোগে মুঙ্গিয়াকামি ব্লকের নোনা ছড়া এডিসি ভিলেজের কর্নরাম পাড়া এলাকায় এক সভার আয়োজন করে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। 

শনিবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীন নোনা ছড়া এডিসি ভিলেজের কর্নরাম পাড়া প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষজনদের নিয়ে এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয় আইপিএফটি দলের উদ্যোগে। এই সভায় উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব সম্পাদক ধনঞ্জয় রিয়াং ,আইপিএফটি পার্টির সেন্ট্রাল কমিটির সহ-সম্পাদক / মুঙ্গিয়াকামি বি এ সি চেয়ারম্যান সুনীল দেববর্মা।

মূলত, এলাকায় কি কি সমস্যা রয়েছে সেইগুলি বিস্তারিত তুলে ধরেন। সভায় বিভিন্ন সমস্যা গুলির মধ্যে অন্যতম সমস্যা রাস্তাঘাটের।যাতায়াত দুর্বল থাকার কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীসহ জরুরী কালীন সুযোগ-সুবিধা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটের সমস্যা ছাড়াও ওই এলাকায় পানীয় জলের সংকট শিক্ষা ব্যবস্থায়  ঘাটতি সহ অন্যান্য বিষয় তুলে ধরে নেতৃবৃন্দ।