কৌশলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমজনতার উপরে বাজেটের মাধ্যমে বাড়তি চাপ সৃষ্টি করেছে : বিরোধী দলনেতা 

আগরতলা, ১ ফেব্রুয়ারী :  কৌশলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমজনতার উপরে বাজেটের মাধ্যমে বাড়তি চাপ সৃষ্টি করেছেন। আজ কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তাঁর কথায়, অন্যান্য বছরের বাজেটের মতো এবছরের বাজেট ও আমজনতার জন্য তেঁতো বাজেট হয়েছে। কৌশলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমজনতার উপরে বাজেটের মাধ্যমে বাড়তি চাপ সৃষ্টি করেছেন। এই বাজেটে উদারীকরণ এবং বেসরকারীকরণ প্রথা আরও তেজি রূপ নিয়েছে। এদিন তিনি বলেন, দেশের খনিজ পর্দাথগুলোকে বেসরকারি কোম্পানিকে তুলে দেওয়ার চেষ্টা চলছে। বিগত ১১টি বাজেটে একচেটিয়া পুঁজিকে সহযোগিতা দেওয়ার জন্য ব্যাহত রয়েছে।

এদিম তিনি আরও বলেন, ২০২৪-২৫ সালের বাজেটে বিভিন্ন স্কিমে প্রায় ১লক্ষ কোটি টাকা কম খরচ হয়েছে। তেমনি, এবারের বাজেটেও মিথ্যে তথয় দেওয়া হচ্ছে। তাছাড়া, আদিবাসীদের জন্য গত অর্থ বছরের বাজেটের তুলনায় এবছর এসসিদের জনঢ় ২৭ হাজার কোটি টাকা কমানো হয়েছে এবং এসটিদের জন্য ১৭ হাজার কোটি টাকা কমানো হয়েছে।