গাজিয়াবাদ, ১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে আগুন ধরে গেল গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে। শনিবার ভোররাতে গাজিয়াবাদের টিলা মোড় থানার অধীনে দিল্লি-ওয়াজিরাবাদ সড়কের ওপর ভোপুরা চকে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে আগুন ধরে যায়। আগুন লাগার পর একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়, বিস্ফোরণের শব্দ এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যায়। সিএফও রাহুল পাল বলেছেন, উপর্যুপরি সিলিন্ডার বিস্ফোরণের কারণে দমকল কর্মীরা প্রথমে ট্রাকের কাছে পৌঁছতেই পারেননি। কাউন্সিলর ওম পাল ভাট্টি বলেছেন, শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। হতাহতের কোনও খবর নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২-৩ কিলোমিটার দুরেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটি গোডাউনে এবং বাড়িতেও আগুন ধরে যায়। দমকল অফিসার রাহুল পাল বলেছেন, ভোর ৪.৩০ মিনিট নাগাদ আমরা আগুন লাগার বিষয়ে জানতে পারি। এলপিজি সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে আগুন ধরে যায়। সংলগ্ন বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। ২-৩টি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কেউ হতাহত হননি।
2025-02-01