বাণিজ্যিক সিলিন্ডারের দামে ফের হ্রাস, স্বস্তি পেলেন রেস্তরাঁ ও হোটেলের মালিকেরা

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): ফের দাম কমলো বাণিজ্যিক সিলিন্ডারের। পয়লা ফেব্রুয়ারি থেকেই ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস করেছে তেল মার্কেটিং কোম্পানিগুলি। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৭ টাকা কমানো হয়েছে, নতুন মূল্য শনিবার থেকেই কার্যকর হয়েছে।

দাম কমার পর রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের এখন নতুন মূল্য ১,৭৯৮ টাকা। দিল্লির পাশাপাশি কলকাতা, মুম্বই-সহ দেশের সর্বত্রই কমেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এই দাম কমার ফলে স্বস্তি পেলেন রেস্তরাঁ ও হোটেলের মালিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *