নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি:
প্রতিবছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণভাবে গৌরনগর সিনিয়র বেসিক স্কুল ময়দানে অনুষ্ঠিত হবে ৭১তম ঐতিহ্যবাহী পঞ্চমী এবং বারুণী মেলা। আগামী ৩রা ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী পঞ্চমী এবং বারুণী মেলার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। গোটা বিষয়টি নিয়ে শুক্রবার সকালে গৌরনগর ইয়ুথ ক্লাবের অফিস গৃহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্লাব কর্মকর্তারা।
এদিন উপস্থিত ছিলেন গৌরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিভাস সিংহ, ক্লাবের সভাপতি প্রেমজিত সিংহ, ক্লাবের সম্পাদক বিপুল রুদ্র পাল, সমাজসেবী ধনঞ্জয় সিনহা থেকে শুরু করে অন্যান্যরা। এদিন তাদের পক্ষ থেকে এই ঐতিহ্যবাহী মেলায় খোয়াই বাসি সমেত রাজ্যবাসীকে আমন্ত্রণ জানানো হয়।