দায়িত্বে গাফিলতির কারণে চম্পকনগর উচ্চমাধ্যমিক  বিদ্যালয়ের তিন শিক্ষিকাকে সাসপেন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি: বিদ্যালয় শিক্ষা দপ্তর চম্পকনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষিকাকে দায়িত্ব পালনে গুরুতর অবহেলার জন্য সাসপেন্ড করেছে। এই তিন শিক্ষিকারা হলেন গৌরী মজুমদার, রূপা দেবনাথ এবং কুমকুম দাস। এরা তিনজনই স্নাতক শিক্ষিকা। 

তাদের কর্তব্য প্রতিপালনের গাফিলতির দরুন  শিক্ষামূলক ভ্রমণ থেকে ফেরার পথে শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী  ডঃ মানিক সাহার কার্যালয়ের গোচরে আসার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরকে এবিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দপ্তর এক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বজায় থাকে। রাজ্য সরকার শিক্ষার্থীদের জন্য ভয়মুক্ত ও সুরক্ষিত শিক্ষা-পরিবেশ সুনিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *