নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): দিল্লির মোতি নগরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা পুষ্কর সিং ধামি। শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দিল্লির মোতি নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হরিশ খুরানার সমর্থনে আয়োজিত জনসভায় অংশ নেন।
পুষ্কর সিং ধামি এদিন বলেছেন, “এই (এএপি) সরকার জল জীবন মিশনের অধীনে জনগণকে বিশুদ্ধ জল সরবরাহ করেনি অথবা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্য সুবিধা দেয়নি। বিজেপি যা বলে, তাই করে। এর বিপরীতে, অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর ‘আপদা’ দল যা বলে তার ঠিক উল্টোটা করে।”

