মোদী সরকার কৃষক, শ্রমিকদের অবস্থার উন্নতি করতে বদ্ধপরিকর : জিতেন রাম মাঁঝি

গয়া, ৩১ জানুয়ারি (হি.স.): নরেন্দ্র মোদী সরকার কৃষক, শ্রমিক, বেকারদের অবস্থার উন্নতি করতে বদ্ধপরিকর। দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঁঝি। শুক্রবার বিহারের গয়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম বলেছেন, “এই বাজেটে আমি একটা কথা যোগ করতে চাই- সংগঠিত ক্ষেত্রে কাজ করা হচ্ছে। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের জন্য- কোনও উল্লেখযোগ্য কাজ করা হচ্ছে না।”

কেন্দ্রীয় বাজেট থেকে নিজের প্রত্যাশা প্রসঙ্গে মাঁঝি বলেছেন, “আমি এই বাজেট থেকে আশা করছি, অসংগঠিত ক্ষেত্রে জড়িতদের মঙ্গল অবশ্যই খেয়াল রাখা উচিত। একজন মন্ত্রী হিসাবে আমি এমএসএমই সেক্টরের দেখাশোনা করছি – এর অধীনে, বিশ্বকর্মা যোজনা আছে। আমি দেখতে পাচ্ছি, সেখানে তহবিলের ঘাটতি আছে এবং বরাদ্দে একটি সমস্যা রয়েছে। আমি চাই এমএসএমই সেক্টরের জন্য তহবিল বাড়ানো হোক।”