নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ,৩১ জানুয়ারি:
গোপন সংবাদের ভিত্তিতে ফের গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ। খোয়াই তুলা শিখরের রবিচরণপাড়ায় শুক্রবার ভোরবেলা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এদিনের অভিযানে২০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।
মূলত ফরেস্ট ল্যান্ড এর জায়গায় এই গাঁজা বাগানটি গড়ে উঠেছিল। ধ্বংসকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা হবে বলে জানান চম্পাহাওরের থানার ওসি অজিত দেববর্মা। এধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।