শিক্ষা, অর্থনৈতিক লুট থেকে দেশকে বাঁচাতে হবে : রামদেব

হরিদ্বার, ২৬ জানুয়ারি (হি.স.): সমস্ত দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা জানালেন যোগগুরু বাবা রামদেব। একইসঙ্গে তাঁর বক্তব্য, অর্থনৈতিক লুট, শিক্ষা লুট, চিকিৎসা লুট, আদর্শিক সাংস্কৃতিক লুট থেকে দেশকে বাঁচাবো আমরা। আমাদের সবাইকে একত্রিত হতে হবে।

রবিবার সকালে হরিদ্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবা রামদেব বলেছেন, “আমি প্রজাতন্ত্র দিবসে সমগ্র দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের একটি শপথ নেওয়া উচিত, আমরা ভারতকে আবার শক্তিশালী করব, দেশকে অর্থনৈতিক লুট থেকে বাঁচাব।”