কলকাতা, ২৬ জানুয়ারি (হি. স.) : ৩৮তম জাতীয় গেমসের আসর বসছে উত্তরাখন্ডে। দেরাদুন ছাড়াও বিভিন্ন ইভেন্টের জন্য একাধিক ভেন্যু রয়েছে। এদিকে, বাংলার মহিলা দল ঘোষণা করা হল। শীঘ্রই তারা সেখানে রওনা হয়ে যাবে। রবিবার সরকারিভাবে ২২ জনের তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী দলে রয়েছেন – রুম্পা মালিক, নন্দিতা মন্ডল ও কণিকা রায়, তিনজন গোলকিপার। ডিফেন্ডার ছয় জন – পূর্ণিমা লিন্ডা, সুমিত্রা মারান্ডি, অনিতা ওঁরাও, পলি মন্ডল, সুপ্রিয়া গুরুং ও রূপালি বাউরি। এছাড়াও রয়েছেন পাঁচজন – সঙ্গীতা বাঁশফোর, নিলু রিরকে, বিরসি ওঁরাও, সুষনা রাই ও পালমু তামাং। ফরোয়ার্ড পজিশনে আটজন – সুমিলা চানু, সবধ্য কাছপ, তুলসি লোহার, রাণী ভৌমিক, সঙ্গীতা রায়, রঞ্জিতা দেবী, দুলার মারান্ডি ও মাম্পি রায়।
2025-01-26

