মুর্শিদাবাদ, ২৫ জানুয়ারি (হি.স.): ‘‘মমতা (বন্দ্যোপাধ্যায়) রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে পশ্চিমবঙ্গে এক কোটি ভোট বাড়িয়েছেন।” শনিবার লালবাগের সভায় এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সীমান্ত-এলাকা হিন্দুশূন্য হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা।
শুভেন্দুবাবুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাড়াবেন বলে বিএসএফ-এর জমি দিতে চাননি। ভারতীয় মুসলমান, মুর্শিদাবাদের মুসলমানদের নিয়ে বিজেপির কোনও অভিযোগ নেই, বক্তব্য নেই। কিন্তু বেড়া খোলা রেখে রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে ‘ডেমোগ্রাফি’ বদলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশের চেষ্টার মধ্যেই ফের সম্প্রতি রোহিঙ্গা প্রসঙ্গ তুলে সরব হন শুভেন্দু অধিকারী। হাওড়ায় এক সভায় তিনি আশঙ্কা প্রকাশ করলেন, “যেদিকে যাচ্ছে তাতে ২০৩১ সালের পরে আমাদেরও পালানোর রাস্তা খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে।”
তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গে যে সীমাহীন তোষণ, তুষ্টিকরণের রাজনীতি চলছে এবং ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, রোহিঙ্গা মুসলমান ছেয়ে যাচ্ছে। এর নিরসন যদি না করতে পারি, তাহলে একটা সময় ১৯৬০ সালে আমার মা শ্রীমতি অধুনা গায়ত্রী অধিকারী, আগে গায়ত্রী ভট্টাচার্য …তাঁর পিতৃদেব মাখনলাল ভট্টাচার্যর হাত ধরে …শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল…আর আমাদেরও যেদিকে যাচ্ছে…২০৩১ সালের পরে আমাদেরও পালানোর রাস্তা খুঁজতে হবে…জায়গা খুঁজতে হবে।”