অসমে জাতীয় ভোটার দিবস, শক্তিশালী ও প্রাণবন্ত গণতন্ত্রের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণের আহ্বান রাজ্যপালের

গুয়াহাটি, ২৫ জানুয়ারি (হি.স.) : ভোটাররা গণতন্ত্রের মেরুদণ্ড, নিৰ্বাচনী প্ৰক্ৰিয়ায় তাঁদের অংশগ্রহণ গণতন্ত্রের জন্য অতি গুরুত্বপূর্ণ, বলেছেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।

আজ শনিবার দিশপুরে অবস্থিত নেডফি হাউসে অনুষ্ঠিত ১৫-তম জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এভাবে বক্তব্য পেশ করে শক্তিশালী ও প্রাণবন্ত গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী প্রক্রিয়ায় সকল নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। গণতন্ত্রে ভোটারদের গুরুত্ব তুলে ধরে রাজ্যপাল আচার্য বলেন, ভোটের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর ২৫ জানুয়ারি জাতীয় ভোটাৰ দিবস পালিত হয়। বলেন, ভোটাররাই গণতন্ত্রের মেরুদণ্ড। তাই তিনি ভোটারদের, বিশেষ করে প্রথমবারের মতো ভোটারদের নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

রাজ্যপাল বলেন, ভোটদান প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা রাখে। তিনি বলেন ‘ভোট দেওয়ার মতো কিছুই নেই, আমি নিশ্চিতভাবে ভোট দিই’ ভাবনার সঙ্গে জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে যোগ্য ভোটারদের সামনে এগিয়ে যাওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্ৰহণের জন্য অনুস্মারক হিসেবে কাজ করতে।

লক্ষ্মণপ্রসাদ আচার্য আরও বলেন, ভোটে ১০০ শতাংশ ভোট নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। এ জন্য তরুণ ভোটাদের তালিকাভুক্ত করা অপরিহার্য। আমাদের তরুণরা ভারতের গণতান্ত্রিক রাজনীতির একটি উল্লেখযোগ্য অংশ। আজকের যুবকরা, বিশেষ করে প্রথমবারের ভোটাররা উদ্যমী, সৃজনশীল এবং ভারতীয় নির্বাচনী প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত-এর ১১০-তম সংস্করণের প্ৰসঙ্গ টেনে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী যুবকদের, বিশেষ করে প্রথমবারের ভোটারদের ‘রাষ্ট্রের জন্য আমার প্রথম ভোট’ প্রচারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে একটি শক্তিশালী, প্রাণবন্ত এবং প্রতিক্রিয়াশীল গণতন্ত্রের জন্য তরুণদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত, বলেন রাজ্যপাল। প্রসঙ্গক্রমে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য গণতন্ত্রের প্রচারে এবং সারা দেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন।

কামরূপ মেট্রো জেলা নির্বাচনী দফতরের সহযোগিতায় অসম রাজ্য মুখ্য নির্বাচনী (সিইও) দফতর আয়োজিত ১৫-তম জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল, কামরূপ মেট্রো জেলা কমিশনার সুমিত সাত্তাওয়ান, গুয়াহাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *