পদ্মশ্রী পাচ্ছেন অরুণোদয় সাহা

আগরতলা, ২৫ জানুয়ারি : সাহিত্য ও শিক্ষায় অসাধারন কাজের স্বীকৃতি হিসেবে ত্রিপুরার অরুণোদয় সাহা পদ্মশ্রী পাচ্ছেন।

অরুণোদয় সাহা ত্রিপুরার একজন বাঙালি শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যাপক, রাজনীতিবিদ এবং লেখক। ২০০৭ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলে তিনি এর প্রথম উপাচার্য নিযুক্ত হয়েছিলেন।

তাঁর জন্ম ত্রিপুরার বিশালগড়ে একটি বাঙালি পরিবারে হয়েছিল। তাঁর বাবা অবনী মোহন সাহা একজন ব্যবসায়ী ছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি অর্থনীতিতে বি.এ. (কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে), এম.এ (কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে) এবং পিএইচডি (উটাহ স্টেট বিশ্ববিদ্যালয় থেকে) ডিগ্রি অর্জন করেন। তিনি ৩ জুলাই ২০০৭ সালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন এবং ১৮ ফেব্রুয়ারি ২০১৩ সালে অবসর গ্রহণ করেন।

তিনি একজন স্বীকৃত লেখক। তাঁর লেখা বিভিন্ন জার্নাল এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তাঁর কিছু বই প্রকাশিত হয়েছে। আজ দেশের পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে। ওই পুরস্কার প্রাপকের তালিকায় তাঁর নাম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *