নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): জাতীয় কন্যা শিশু দিবসে মেয়েদের কৃতিত্বের প্রতি কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “জাতীয় কন্যা শিশু দিবসে আমরা শিশুকন্যার ক্ষমতায়ন ও তাঁদের জন্য বিস্তৃত সুযোগ নিশ্চিত করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। সমস্ত ক্ষেত্রে মেয়েদের কৃতিত্বের জন্য ভারত গর্বিত। তাতাঁদের কৃতিত্ব আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে।”
প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, “আমাদের সরকার শিক্ষা, প্রযুক্তি, দক্ষতা, স্বাস্থ্যসেবা ইত্যাদির মতো ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করেছে, যা শিশুকন্যার ক্ষমতায়নে অবদান রেখেছে। শিশুকন্যার প্রতি কোনও বৈষম্য না হয়, তা নিশ্চিত করতে আমরা সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ।”