মনু নদীর বাঁধ পরিদর্শনে যান বিধায়ক বিরজিৎ সিনহা

আগরতলা, ২৪ জানুয়ারি : কৈলাসহরের মনু নদীর পাড়ের বাঁধের অবস্থা ভয়াবহ। খুব শীঘ্রই যদি বাঁধ সংস্কার কিংবা পুননির্মাণের কাজ শুরু না করা হয় তাহলে আসন্ন বর্ষার মরশুমে কৈলাসহরে ভয়াবহ বন্যা হবে এটা হলফ করে বলা যায়। আজ বিকেলে কৈলাসহর মহকুমার অধীনে থাকা বিভিন্ন এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ পরিদর্শনে গিয়েছেন বিধায়ক বিরজিত সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান।

বাঁধ পরিদর্শনে গিয়ে সবাই চমকে যান এবং উৎকন্ঠিত হয়ে পড়েন। বিধায়ক বিরজিত সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান কাউলিকুড়া, পশ্চিম কাউলিকুড়া, ঠাঠামাড়া, পশ্চিম কামরাংগাবাড়ি, পূর্ব দূর্গাপুর, ছৈনতল, সোনামাড়া, পশ্চিম গোবিন্দপুর ইত্যাদি এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ পরিদর্শন করেন। প্রতিটি অঞ্চলে বাঁধের অবস্থা খুবই শোচনীয়। কোথাও বাঁধ ভঙ্গ রয়েছে, কোথাও বাঁধ নীচু হয়ে রয়েছে, কোথাও বাঁধ নির্দিস্ট মাপ থেকে ছোটো হয়ে রয়েছে। বাঁধের এই শোচনীয় অবস্থায় বাঁধের উপর দিয়ে প্রতিদিন বালুর গাড়ি এবং বড় বড় ট্রাক প্রতিদিন যাতায়াত করছে বলে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন। তাছাড়া প্রতিবছর বর্ষার সময়ে প্রশাসনের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বালুর বস্তা বাঁধের উপর এবং মনু নদীর পাড়ে ফেলা হয়। বর্ষাকাল চলে গেলে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী ভাবে বাঁধের কাজ করানো হয়না বলেও গ্রামবাসীরা অভিযোগ করেন।

বাঁধ পরিদর্শন শেষে বিধায়ক বিরজিত সিনহা সংবাদ প্রতিনিধিদের জানান যে, রাজ্য সরকারের উচিত খুব শীঘ্রই কৈলাসহরের মনু নদীর বাঁধের সংস্কার কিংবা পুননির্মানের কাজ শুরু করা। খুব শীঘ্রই কাজ শুরু না করলে আসন্ন বর্ষায় কৈলাসহর জলের নীচে থাকবে বলে উনি আশংকা প্রকাশ করেন। তাছাড়াও বিধায়ক আরও গুরুতর অভিযোগ করেন যে, বাঁধের পাশে সুইস গেইট গুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সুইস গেইট গুলো বিকল হয়ে রয়েছে। সুইস গেইট গুলো দিয়ে জল নিষ্কাশন হয় না। প্রায় চল্লিশ বছর পূর্বে কৈলাসহরের মনু নদীর পাড়ে বাঁধ এবং সুইস গেইট গুলো নির্মান করা হয়েছিলো। এরপর আর কোনো দিনই এগুলো সংস্কার করা হয়নি। এমনকি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে কোনো আধিকারিক বাঁধ পরিদর্শন করেন নি দীর্ঘদিন ধরে। দপ্তরের আধিকারিকদের উদাসীনতার কারনেই মনু নদীর পাড়ের বাঁধ এত শোচনীয় হয়ে রয়েছে।

বিধায়ক বিরজিত সিনহা আরও জানান যে, কৈলাসহর মহকুমায় মনু নদীর পাড়ের বাঁধ এবং সুইস গেইট গুলো সংস্কার কিংবা পুননির্মাণ করার দাবীতে আগামীকাল অর্থাৎ ২৫ জানুয়ারি কংগ্রেস দলের পক্ষ থেকে সকাল দশটায় কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা হবে এবং কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ সরকার অবৈধভাবে যে বাঁধ নির্মাণ করছে তার প্রতিবাদে দুপুর বারোটায় দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের উদ্দেশ্যে টিলাবাজার থেকে কংগ্রেস দল লং মার্চ শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *