নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর শুক্রবার নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডঃ জয়শঙ্কর এই সাক্ষাতের পর এক্স মাধ্যমে জানিয়েছেন, ভারতের ৭৬-তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি অংশগ্রহণ করবেন। এতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ হবে।
এস জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডেলে জানান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য তাঁর ভাবনা মূল্যবান।