গুয়াহাটি, ২৪ জানুয়ারি (হি.স.) : মায়ানমারের ভূমিকম্পে কেঁপেছে গোটা অসম সহ উত্তর-পূর্বাঞ্চল। আজ শুক্রবার ভোররাত ১২টা ৫৩ মিনিট ৩৫ সেকেন্ডে ৪.৮ প্ৰাবল্যের ভূমিকম্প আঘাত হানে মায়ানমারে। তবে সংঘটিত ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এ খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, শুক্ৰবার ভোররাত ০০:৫৩:৩৫টায় সংঘটিত ৪.৮ প্ৰাবল্যের ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমারের ভূপৃষ্ঠের ১০৬ কিমি গভীরে ২৪.৬৮° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৮৭° পূর্বে।
প্ৰসঙ্গত, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে দেড় ঘণ্টার ব্যবধানে পর পর দুবার ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এবং অসমের কিছু অঞ্চল। বুধবার রাত ০৮টা ৫৭ মিনিট ৪৬ সেকেন্ডে প্ৰথম ৪.৩ প্ৰাবল্যের ভূমিকম্প আঘাত হানে মণিপুরের ফেরজাওল জেলায়। এর পর রাত ০৯টা ৪৬ মিনিট ৩০ সেকেন্ডে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মণিপুরের চূড়াচাঁদ জেলায়। মণিপুরে সৃষ্ট ভূমিকম্পের ঝটকা লেগেছে অসমের রাজধানী গুয়াহাটি, কাছাড় জেলা সহ বিভিন্ন প্রান্তে।