নয়াদিল্লীতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছে ওবিসি সম্প্রদায়ভুক্ত ৬ জন ছাত্রছাত্রী

আগরতলা, ২৪ জানুয়ারি : ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের আমন্ত্রণে রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত ৬ জন ছাত্রছাত্রী নয়াদিল্লীতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছে। আজ ওবিসি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই ৬ জন ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। ওবিসি কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা, সচিব তাপস রায় ও অধিকর্তা নির্মল অধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুস্পস্তবক ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন, দেশের এই ঐতিহ্যমন্ডিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। ওবিসি সম্প্রদায়ের বিভিন্ন স্কীমে স্কলারশীপ পাওয়া মেধাবী ছাত্রছাত্রীরা এবারই দপ্তরের পক্ষ থেকে প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ভবিষ্যতেও দপ্তরের পক্ষ থেকে ওবিসি ভুক্তদের কল্যাণে সরকারের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। দপ্তরের সচিব তাপস রায় বলেন, জাতীয়স্তরের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। রাজ্যের প্রতিনিধিরা ত্রিপুরার নাম উজ্জ্বল করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। তিনি বলেন, এবারই প্রথম ওবিসি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের নির্বাচিত ৬ জন মেধাবী পড়ুয়াকে তাঁদের মেধা ও মননের ভিত্তিতে নির্বাচিত করে দিল্লীতে পাঠানো হচ্ছে। তিনি জানান, কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের পক্ষ থেকে সারাদেশে ৪১৫ জন ওবিসি ভুক্ত জনগণকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্য থেকে ১০ জন উপস্থিত থাকার কথা থাকলেও পরীক্ষা ও ব্যক্তিগত কারণে চারজন অংশ নিতে পারছে না। শনিবার এই ৬ জন নয়াদিল্লিতে পৌঁছবে। ছয় জনের মধ্যে উত্তর জেলা, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলার ছাত্রছাত্রী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *